জনপ্রশাসনের উদ্দেশ্য পুনর্নির্ধারিত হওয়া দরকার -বদিউল আলম মজুমদার
প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ব্রিটিশ আমলে সৃষ্ট জনপ্রশাসনের উদ্দেশ্য, লক্ষ্য ও কার্যক্রম পুনর্নির্ধারিত হওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত গত ৫২-৫৩ বছরে সেটি ঘটেনি।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ:জনপ্রশাসন' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, 'জনপ্রশাসনকে জনগণের প্রশাসন করা দরকার এবং জনগণের স্বার্থে কাজ করা দরকার। কিন্তু সেটি হয়ে ওঠেনি। সংস্কারের অনেক মূলা আমাদের সামনে ঝোলানো হয়েছে। কিন্তু সেগুলো আমাদের ঘরে ওঠেনি। সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছিল, তার সুফল আমরা পাইনি বরং ছিনতাই হয়ে গেছে। সংস্কারের যে মূলা ঝোলানো হয়েছিল ২০০৭-২০০৮ সালে, সেটি তখন ছিনতাই হয়ে গেছে। গত সরকার ২০০৮ সালে দিন বদলের সনদ তাদের নির্বাচনের ইশতিহারে ঘোষণা করেছিল। হ্যাঁ, দিন বদল হয়েছে, দিন থেকে রাত হয়েছে, কিন্তু রাত থেকে আর দিন হয়নি। তারা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের অঙ্গীকার করেছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনে কোনো দলীয়করণ হবে না অঙ্গীকার করেছিল। দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদির অবসান ঘটবে বলেছিল। সম্পদের হিসাব দেওয়ার কথা বলেছিল। কিন্তু কিছুই হয়নি। বরং দিন থেকে রাত হয়েছিল।'