বিইউবিটি-তে 'মেশিন লার্নিং ইন প্র্যাকটিস অ্যাক্রস অস্ট্রেলিয়ান ইন্ডাস্ট্রিজ' শীর্ষক সেমিনার

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
২৯ ডিসেম্বর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি, বিইউবিটি-এর আন্তর্জাতিক সম্মেলন হলে 'মেশিন লার্নিং ইন প্র্যাকটিস অ্যাক্রস অস্ট্রেলিয়ান ইন্ডাস্ট্রিজ' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রথম বারের মতো ভাইস-চ্যান্সেলর লেকচার সিরিজের অংশ হিসেবে বিইউবিটি রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার, বিআরআইসি সেমিনারটি আয়োজন করে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত গবেষক ড. আশফাকুর রহমান। বিশ্বব্যাপী বিভিন্ন জার্নালে এই স্বনামধন্য গবেষকের রয়েছে ১০০টিরও বেশি প্রকাশনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এবং বিআরআইসি-এর পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সদস্য এ এফ এম সরওয়ার কামাল, ট্রাস্টি বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যান, বিআরআইসি-এর ডেপুটি ডিরেক্টর মো. মাহমুদ হোসেন, এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি