বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দুদিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনে একাডেমিক এবং শিল্প উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং সংশ্লিষ্ট খাতের একশ'র বেশি কোম্পানি, চার হাজারের বেশি চাকরিপ্রার্থী এবং ২০ হাজারের বেশি দর্শনার্থী যোগ দিয়েছেন। চাকরিপ্রার্থীরা শীর্ষস্থানীয় নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছেন। আয়োজনের মধ্যে আছে কর্মশালা, সেমিনার এবং প্যানেল আলোচনা। আজ এই ফেস্টের শেষ দিন।
প্রধান অতিথি হিসেবে ১১ জানুয়ারি ফেস্টের উদ্বোধন করেন নিউ এশিয়া গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক এ. মতিন চৌধুরী। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এন্ডই'র ব্যবস্থাপনা পরিচালক সায়েদ আরেফিন। স্বাগত বক্তব্য রাখেন বিইউএফটি'র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।
আজ সমাপনী আয়োজনে বিজিএমইএ'র প্রশাসক মো. আনোয়ার হোসেন, বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম, ইউসিবি'র চেয়ারম্যান শরীফ জহির, বিজিবিএ'র সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল, বিজিএপিএমইএ'র সভাপতি আল শাহরিয়ারের উপস্থিতিতে মুখরিত থাকবে এই ফেস্ট। সংবাদ বিজ্ঞপ্তি