আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৫ সদস্যের কমিটি ঘোষণা

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী শুক্রবার আইইউবিএটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। দিনব্যাপী আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা গান, আড্ডা, স্মৃতিচারণ এবং নানা গল্পে মেতে ওঠেন। তাদের একটাই পরিচয় সবাই আইইউবিটিয়ান। পুনর্মিলনীর অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন শিক্ষার্থীদের সফলতার গল্প, বিগত বছরের উন্নয়নের আলোকচিত্র প্রদর্শনী, এবং জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা। বিকালে বিশেষ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহমুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। অ্যাসোসিয়েশনের পক্ষে বক্তব্য দেন বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার মো. তানভীর রায়হান, জেনারেল ম্যানেজার, ডেলবার্গ সিমেন্ট মেটেরিয়ালস বাংলাদেশ পিএসসি। অনুষ্ঠানে আইইউবিএটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের জন্য ৭৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফ মো. শাহেদ ইকবাল। উপদেষ্টা হিসেবে থাকবেন ড. এ কে এম পারভেজ ইকবালসহ আরও অনেকে। সংবাদ বিজ্ঞপ্তি