বগুড়া রানওয়ে পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ বিমান বাহিনী প্রধানের

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রোববার বগুড়া বিমানবন্দরের রানওয়ে পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ করেছেন। পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধান বলেন, 'পর্যায়ক্রমে এই বিমানবন্দর সামরিক এবং বেসামরিক উভয় বিমান চলাচল অপারেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, যা জাতীয় স্বার্থে উলেস্নখযোগ্য অবদান রাখবে।' তিনি বলেন, এ রানওয়ের যথাযথ রক্ষণাবেক্ষণ জাতীয় নিরাপত্তা এবং জরুরি উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করবে। সময়মতো পুনঃকার্পেটিং করা সম্ভব হলে রানওয়ের ভবিষ্যত অবস্থার অবনতি রোধ করবে যা পরবর্তীতে অতিরিক্ত অর্থ সাশ্রয় হবে।' প্রতি বছর বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) কর্তৃক সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ইতিমধ্যে বিমান বাহিনীতে কর্মরত চতুর্থ শ্রেণি ছাড়াও ঢাকাসহ শীতপ্রবণ এলাকায় অবস্থিত সকল ঘাঁটি, ইউনিট, স্টেশন এবং এর আশেপাশে শীতার্তদের কেন্দ্রীয় বাফওয়ার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) এর সভানেত্রী সালেহা খান বগুড়ায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর