অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান তিতাসের
প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
অনলাইন ডেস্ক
গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে ১৪৫ শিল্প, ৮৬ বাণিজ্যিক ও ১৭ হাজার ৮৯৬ আবাসিকসহ ১৮ হাজার ১২৭ অবৈধ গ্যাস সংযোগ ও ৪২ হাজার ৮৬৬ বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৮৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৫২.৩৫ লাখ টাকা। অভিযানে ৯২ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি