নারায়ণগঞ্জে পঁাচ দিন ধরে নিখেঁাজ স্বণর্ ব্যবসায়ী

প্রকাশ | ২৩ জুন ২০১৮, ০০:০০ | আপডেট: ২৩ জুন ২০১৮, ১২:৩৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রবীরচন্দ্র ঘোষ
নারায়ণগঞ্জের কালিবাজারের স্বণর্ ব্যবসায়ী প্রবীরচন্দ্র ঘোষ (৪২) পঁাচদিন ধরে নিখেঁাজ রয়েছেন। এ ব্যাপারে নিখেঁাজ ব্যবসায়ীর বাবা সোমিভোলা নাথ ঘোষ বাদী হয়ে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমিভোলা নাথ ঘোষের করা জিডিতে বলা হয়, প্রবীরচন্দ্র ঘোষ সোমবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে নগরীর বালুর মাঠের বাসা থেকে বের হয়ে কালিরবাজার স্বণর্পট্টিতে যান। কিন্তু রাতে আর বাসায় ফেরেননি। রাতে ছেলের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ করেনি। তারপর থেকে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে অনেক খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। আরও বলা হয়, প্রবীরচন্দ্র ঘোষের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রঙ ফসার্, মুখমÐল হালকা লম্বা, মাথার চুল কালো। পরনে ছিল প্যান্ট আর শাটর্। এদিকে বুধবার কালিবাজার স্বণর্ ব্যবসায়ী ও কারিগররা প্রবীর চন্দ্র ঘোষের সন্ধান ও দ্রæত উদ্ধারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি নগরীর কালিরবাজার থেকে বের হয়ে চাষাঢ় ঘুরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। এ প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সরফুুদ্দিন বলেন, ‘তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখেঁাজ প্রবীরচন্দ্র ঘোষকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।’