কাউকে ধর্ম চাপিয়ে দেওয়া হবে না :জামায়াত আমির

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০

যাযাদি ডেস্ক
বৃহস্পতিবার মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন দলের আমির ডা. শফিকুর রহমান -যাযাদি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে এদেশের কোনো বিচারক, সরকারি কর্মকর্তা ঘুসের দিকে হাত বাড়ানোর দুঃসাহস পাবে না। যদি কেউ হাত বাড়ায় তার হাত ভেঙে অবশ করে দেওয়া হবে। ঘুসের দিন শেষ। তিনি আরও বলেন, কাউকে ধর্ম চাপিয়ে দেওয়া হবে না। নারীরা স্বাধীনভাবে যোগ্যতার ভিত্তিতে কাজ করবেন। তাদের মর্যাদা ও সম্মান পাবেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে এদেশের কোনো বিচারক, সরকারি কর্মকর্তা ঘুসের দিকে হাত বাড়ানোর দুঃসাহস পাবে না আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, 'বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা বাস করে বাংলাদেশে, চাকরি করে বাংলাদেশে, নেতৃত্বে দেয় বাংলাদেশে অথচ টাকা জমায় বিদেশে। তারা বিদেশে বেগমপাড়া তৈরি করে। বিগত সাড়ে ১৫ বছরে তারা ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। এসব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বের করে দেশে ফেরত আনতে হবে।' তিনি বলেন, 'এই দেশে এমন একটি সরকার ছিল যারা গায়ের জোরে দেশ চালাচ্ছিল। যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। মানুষ কষ্ট পেলে চিৎকার দিয়ে কাঁদতে পারতো না, ভালো লাগলে হাসতে পারতো না। মানুষের মুখে একটা অদেখা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল।' জামায়াত আমির বলেন, 'বিগত সরকার জাতির ভাগ্য বদলের জন্য নয়, নিজেদের ভাগ্য বদলের জন্য এসেছিল। ১৫ বছরে নিজেরা তাজামোট হয়েছে।' জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে এদেশের কোনো বিচারক, সরকারি কর্মকর্তা ঘুসের দিকে হাত বাড়ানোর দুঃসাহস পাবে না জেলা আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর জেলা শাখার সাবেক আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আজিজুর রহমান, মাগুরা জেলা শাখার সাবেক আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, জেলা জামায়াতের সাবেক জেলা আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক ড. আলমগীর বিশ্বাস। কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা বদরুউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, অমুসলিম শাখার জেলা সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস, ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আতাউর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, গণঅধিকারের সভাপতি বরকতুলস্নাহ, কৃষিবিদ গ্রম্নপের এম ডি ও ঢাকার মাগুরা ফোরামের পরিচালক ড. আলী আফজাল, ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মিঠু বিশ্বাসের বাবা শাজাহান এসময় উপস্থিত ছিলেন। ১৬ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন বিশাল সমাবেশে রূপ নেয়। কর্মী সম্মেলনে জেলা ও আশপাশের জেলার হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। 'জামায়াতের কোনো বিকল্প নেই':এদিকে, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, 'দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। দেশের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের ছায়াতলে আপনারা আসুন।' বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে ফরিদপুরের মধুখালী আখচাষি কল্যাণ ভবনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। মাগুরায় জনসভায় যাওয়ার পথে মধুখালী পৌর জামায়াত এই পথসভার আয়োজন করে। ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে পথসভায় জামায়াতের আমির বলেন, 'আমরা যেন সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি, আলস্নাহ আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশ আমাদের জন্মভূমি। আমরা জাতিুধর্মুবর্ণনির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করছি।' দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, 'আপনারা সকাল সকাল ভালোবাসার টানে চলে এসেছেন। এ ভালোবাসা প্রিয় দেশের জন্য, মানবতার জন্য, সর্বোপরি মহান আলস্নাহ তাআলার জন্য। আলস্নাহ আপনাদের এ ভালোবাসাকে কবুল করুন।' কোরআনের পতাকাতলে আসার জন্য সবাইকে আহ্বানও জানান তিনি। পথসভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা জামায়াতের আমির আলীমুজ্জামান। এ সময় বক্তব্য দেন বোয়ালমারী পৌর জামায়াতের আমির নিয়ামুল হাসান, মধুখালী পৌর জামায়াতের আমির রেজাউল করীম প্রমুখ। মধুখালী, বোয়ালমারী ও রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকার কয়েক শ' জামায়াতের নেতাুকর্মী পথসভায় উপস্থিত ছিলেন। পথসভা শেষে জামায়াতের আমির মাগুরার উদ্দেশ্যে রওনা হন।