'ভুল চক্ষু অস্ত্রোপচার' সংবাদ বিষয়ে বাংলাদেশ আই হসপিটালের ব্যাখ্যা
প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
সম্প্রতি কিছু ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আই হসপিটাল এন্ড ইনস্টিটিউট এ রোগীর 'ভুল চক্ষু অস্ত্রোপচার' ঘটেছে বলে রোগীর স্বজনদের দ্বারা দাবি করা হয়েছে। প্রতিবেদনে রোগীর সাথে সংশ্লিষ্টদের ভাষ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রকৃত ঘটনাকে সম্পূর্ণ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
বিষয়টি নিয়ে হাসপাতালের নির্বাহী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ১৫ জানুয়ারি এসংক্রান্ত মিটিংয়ে শিশুটির চিকিৎসার সাথে সংশ্লিষ্ট ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষ্য দেন। তদন্ত কমিটি প্রাথমিক তদন্তে জানতে পারেন যে, শিশুটির চোখের পাতার নীচে ফরেন বডি (চোখের পাপড়ি) ও ঈড়ৎহবধষ অনৎধংরড়হ এর অস্তিত্ব খুঁজে পান এবং যা চোখের কর্ণিয়ার ক্ষতির কারণ হতে পারে বিধায় তা বের করে আনার পরামর্শ দেন।
এ ঘটনায় চিকিৎসক সাহেদ-আরা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত প্রতিবেদন ছাড়া চিকিৎস গ্রেপ্তার অত্যন্ত বেদনাদায়ক এবং স্বাস্থ্য ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। আমরা এর তীব্র নিন্দা জানাই।
বাংলাদেশ আই হসপিটাল এন্ড ইনস্টিটিউট এর পক্ষ থেকে ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতি উৎসাহীদের ব্যপারে তড়িৎ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতে এহেনও ঠুনকো অভিযোগে কোন চিকিৎসককে আর যেন হয়রানি না করা হয় সে জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি