ছুটির দিন শুক্রবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে দর্শনার্থীর উপচে পড়া ভিড় -যাযাদি
ছুটির দিন শুক্রবার সকাল থেকেই দর্শনার্থীর সমাগম হতে শুরু করে। বেলা যত গড়িয়েছে ততই লোকে লোকারণ্য হয়ে ওঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। বেচাকেনাও বেড়েছে এদিন। গৃহস্থালি সামগ্রী ও খাবারের দোকানের প্যাকেজ অফারে বেশি ঝুঁকছেন ক্রেতারা। দাম নিয়েও ছিল না অভিযোগ। আর প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থীর সমাগম হওয়ায় খুশি বিক্রেতারাও।
রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তোরণের চেষ্টার মধ্যেই শুরু হয়েছিল এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর। তবে প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও মেলার তৃতীয় শুক্রবার সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে স্টল, প্যাভিলিয়ন, খাবারের দোকান, ছোটদের জন্য নির্মিত থিম পার্কসহ সর্বত্র। পরিবার পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ঘোরাঘুরি, কেনাকাটায় আনন্দমুখর সময় পার করেন ক্রেতা-দর্শনার্থীরা। তারা বলছেন, মেলা মাঝামাঝি হওয়ায় ভিড় বাড়তে শুরু করেছে। কেনাকাটাও চলছে পুরোদমে। তবে দাম তুলনামূলক বেশি।
বিক্রেতারা বলেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ভিড় বেড়েছে। বেচাকেনাও জমজমাট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম আরও বাড়ে। ক্রেতাদের আকৃষ্টে দেওয়া হচ্ছে নানারকম ছাড় ও অফার। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের লক্ষ্য বিক্রি নয়, প্রতিষ্ঠান ও পণ্যের প্রচার তারাও খুশি দর্শনার্থী সমাগমে।