দিলিস্ন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে রুহুল কবির রিজভী

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০

যাযাদি রিপোর্ট
দিলিস্ন যেন ফ্যাসিবাদের একটি কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পাশের একটি দেশ ফ্যাসিবাদের সেফ হোমে পরিণত হয়েছে। সুতরাং, তারা (ফ্যাসিবাদীরা) বসে নেই। তারা নানাভাবে নানা কায়দায় তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ষড়যন্ত্রকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে 'নিম গাছের চারা রোপণ কর্মসূচি' আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণ (কৃষিবিদ)। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব মন্তব্য করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে কর্মসূচিতে রিজভীকে স্বাগত জানান ঢাবি সাদা দলের আহ্বায়ক ড. মোর্শেদ হাসান খান। এসময় উপস্থিত ছিলেন 'শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন কমিটি-২০২৫'-এর আহ্বায়ক ডা. শাহ মুহাম্মদ আমান উলস্নাহ, সদস্য সচিব অধ্যাপক ড. সোহাগ আওয়াল, সদস্য প্রকৌশলী মাহবুব আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সাবেক আহ্বায়ক ড. লুৎফর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বিএনপির কেন্দ্রীয় ও ঢাবি সাদা দলের অন্য নেতারা।