গুলশানে দু'জনকে কুপিয়ে কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকার গুলশানে দুজনকে কুপিয়ে কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে গুলশান ২ নম্বরে ডিএনসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- গুলশান-২ এর বরুণ ভবনের সিটি মানি এক্সচেঞ্জের কর্ণধার কাদের শিকদার (৩৫) ও তার শ্যালক আমির হামজা (২৫)। কাদেরের ছোট ভাই মিন্টু শিকদার বলেন, 'বড় ভাই দোকান বন্ধ করে আমির হামজাকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে গুলশান-১ এ বাসায় ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। তারা ডিসিসি মার্কেটের সামনে পৌঁছালে ১৫- ২০ জন তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এবং রড দিয়ে আঘাত করে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। পরে হেলমেট, ইট দিয়ে মাথায় আঘাত করে ও কুপিয়ে জখম করে।'এসময় তাদের কাছে থাকা প্রায় এক কোটি টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি মিন্টু শিকদারের। আহতদের রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। রাতেই তাদের ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন মিন্টু। তিনি বলেন, 'প্রায় ৪ মাস আগে ইয়াসিন শিকদার নামে এক সন্ত্রাসী তাদের লোকজন দিয়ে আমাকে অপহরণ করেছিল। ওই সময়ে তারা ৭৯ লাখ টাকা মুক্তিপণ নেয়। ওই ঘটনায় বড় ভাই কাদের বাদী হয়ে মামলা করলে পুলিশ ইয়াসিনকে গ্রেপ্তার করে। সম্প্রতি সে জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে।' ইয়াসিন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এ ঘটনা ঘটিয়েছে দাবি করে মিন্টু বুধবার দুপুরে বলেন, তারা এখন মামলার প্রস্তুতি নিচ্ছেন। জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন বলেন, 'ছিনতাইয়ের ঘটনায় দুজন আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এর পরও আমরা কাজ করছি অপরাধীদের ধরতে।'