বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডবিস্নউসি, পিএসসি বুধবার চট্টগ্রাম রেঞ্জে আয়োজিত দরবারে বাহিনীর সর্বস্তরের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নতুন শতাব্দীর হাইব্রিড চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর বিভিন্ন স্তরভিত্তিক লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী আগামী দিনের পথ পরিক্রমা ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
গুরুত্বপূর্ণ এ সফরে দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণের উদ্যোগ হিসেবে মহাপরিচালক চট্টগ্রাম জেলার প্রশাসনিক, উত্তর ও দক্ষিণ জোনের সরকারি-বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থায় অঙ্গীভূত আনসার সদস্য-সদস্যাদের মাঝে নতুনরূপে ইসু্য করার জন্য ৫ হাজার ৭৪৩টি কম্বল বিতরণ করেন। এই ধারাবাহিকতায় সারাদেশে অঙ্গীভূত আনসার সদস্যদের কম্বল ইসু্যকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে অঙ্গীভূত আনসারদের স্বাস্থ্য, রেশন ও পেনশনসহ অন্যান্য বৈষম্য ও দুর্দশার ক্ষেত্রসমূহ সমাধানের প্রক্রিয়া শীঘ্রই দৃশ্যমান হবে, ইনশাআলস্নাহ। ভিডিপি/টিডিপি দলনেতাসহ সদস্যদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া বা কর্মসংস্থানের সুযোগ তৈরির সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বিত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে। আনসার ও ভিডিপি সদস্যদের যার যার নিজ ক্ষেত্রে ব্যক্তিগত, পেশাগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা ও স্বীয় গন্ডিতেই সমৃদ্ধি সুনিশ্চিত করার মানসিকতা পরিবর্তনের প্রতি বাহিনী প্রধান গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও বলেন, বাইরের কোনো অনিয়মতান্ত্রিক প্রভাবকের ভিত্তিতে বা গড্ডালিকা প্রবাহে দিনাতিপাত নয় বরং পেশাগত দক্ষতা অর্জন, নৈতিকতা ও বাহিনীর সমৃদ্ধিতে ভূমিকা রাখার ভিত্তিতে নির্ধারিত হবে পদোন্নতি বা দায়িত্বপ্রাপ্তির উপযুক্ততা।
উক্ত অনুষ্ঠানে ড. মো. সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস, উপমহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন পদবির ৮০০ জন সর্বস্তরের আনসার ভিডিপি কর্মকর্তা-কর্মচারী ও দলনেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি