ডিএসইসি'র পিঠা উৎসব ২৩ জানুয়ারি
প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
'বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে' নতুনভাবে তুলে ধরতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) রজত জয়ন্তী উপলক্ষে পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে উৎসবটি অনুষ্ঠিত হবে। এই আয়োজনে সার্বিক তত্ত্বাবধায়ন ও পরিচালনায় থাকবেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক এবং সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান। পিঠা উৎসব কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ডিএসইসির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান। উৎসবের মূল উদ্দেশ্য বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির সংস্কৃতিকে সাব-এডিটরস কাউন্সিলের সকল সদস্যের কাছে পৌঁছে দেওয়া।
উৎসবে থাকবে নানান রকমের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী এবং স্বাদের আসর। এটি শুধু খাদ্য উৎসব নয়, বরং বাংলার শিকড়কে অনুভব করার এক অনন্য সুযোগ। অনুষ্ঠানটি শুধুমাত্র ডিএসইসির সদস্যদের জন্য প্রযোজ্য। সংবাদ বিজ্ঞপ্তি