সাইবার নিরাপত্তা নিশ্চিতে ডিজিটাল স্বাক্ষর বাস্তবায়নের আহ্বান ইউজিসির
প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
ডিজিটাল প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য আনার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি করেছে। তাই ব্যক্তিগত, দাপ্তরিক ও রাষ্ট্রীয় তথ্য সুরক্ষিত রাখতে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহবান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
ডিজিটাল স্বাক্ষর বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মঙ্গলবার এ আহবান জানান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন ইলেকট্রনিক সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক-এর কার্যালয় (সিসিএ কার্যালয়) ও ইউজিসি যৌথভাবে কমিশনের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে।
কমর্শালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান ও ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম। ইউজিসি'র ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক মো. ওমর ফারুখের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিএ কার্যালয়-এর নিয়ন্ত্রক এটিএম জিয়াউল ইসলাম।
কর্মশালায় সিসিএ কার্যালয়ের সহকারী প্রকৌশলী (আইটি সিকিউরিটি) নাজনীন আক্তার ইউজিসি'র আওতাধীন বিশ্ববিদ্যালয়সমূহে ডিজিটাল স্বাক্ষর বাস্তবায়ন ও ইউজিসি'র করণীয় শীর্ষক সেশন পরিচালনা করেন। কমিশনের ৫ম গ্রেড থেকে তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা এবং সিসিএ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি