সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৮ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
স্কুলের রান্নাঘরে ৬০ বিষধর সাপ! যাযাদি ডেস্ক এশিয়ার সব থেকে বিষধর সাপগুলোর মধ্যে চন্দ্রবোড়া অন্যতম। এই সাপের কামড়ের পরই মাথা ঘুরতে শুরু করে, বমি হতে থাকে, কিডনি কাজ করা বন্ধ করে দেয়। ভারতের মহারাষ্ট্রে গ্রামীণ এলাকায় মাঝে-মধ্যে এই সাপের দেখা মেলে। সম্প্রতি একটি স্কুলের রান্নাঘর থেকে উদ্ধার হয়েছে ৬০টি বিষধর চন্দ্রবোড়া সাপ। এ ব্যাপারে সবর্ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার একটি স্কুলের সম্প্রতি এ ঘটনা ঘটে। ওই স্কুলের রঁাধুনি রান্নাঘরে প্রথমে দুটি বিষধর সাপ দেখতে পান। ওই রান্নাঘরটিতে অনেকগুলো কাঠ মজুদ করে রাখা ছিল। সাপ দুটি সেই কাঠের মধ্যে লুকিয়ে পড়ে। পরে রঁাধুনি ও স্কুলের কমীর্রা গিয়ে কাঠগুলো সরাতে শুরু করেন। এর পরই কাঠগুলোর মধ্যে থেকে একে একে বেরিয়ে আসেত থাকে ৬০টি বিষধর সাপ। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা যাযাদি রিপোটর্ রাজধানীর রামপুরায় জুলেখা আক্তার (৪২) নামে এক নারীকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে রামপুরা থানাধীন বনশ্রী আবাসিক এলাকার জি-বøকের একটি বাড়ির ছয়তলায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মগের্ পাঠিয়েছে পুলিশ। রামপুরা থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) প্রলয় কুমার সাহা জানান, জুলেখার গলায় দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। জুলেখার ১৩ বছর বয়সী সন্তান পুলিশ হেফাজতে রয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। বেগুনে বিচির বদলে ইয়াবা! যাযাদি রিপোটর্ চট্টগ্রাম নগরের নিউমাকের্ট মোড় থেকে দুই হাজার পিস ইয়াবাসহ আলী আহমদ (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পু্লশি। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দীন। গ্রেপ্তার আলী আহমদ কক্সবাজার জেলার টেকনাফ মহেশখালিয়াপাড়া এলাকার সোলতান আহমদের ছেলে। আসিফ মহিউদ্দীন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আলী আহমদকে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবাগুলো দুটি বেগুনের ভেতর লুকানো ছিল। তিনি বলেন, বেগুনের ভেতর কৌশলে ইয়াবা রেখে শপিং ব্যাগে পলিথিন দিয়ে মোড়ানো ছিল। বিচি ফেলে দিয়ে এসব ইয়াবা রাখা হয়েছিল।