জাপা মহাসচিবের দাবি

সরকার ও বিরোধী দলে থাকাকে বিরল দৃষ্টান্ত বলেছে ভারত

প্রকাশ | ২৮ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
জাতীয় পাটির্র (জাপা) একই সঙ্গে সরকারে ও বিরোধী দলে দায়িত্ব পালন করাকে বিরল দৃষ্টান্ত বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেছেন, জাতীয় পাটির্র এই দৃষ্টান্ত ভবিষ্যতে অনেক গণতান্ত্রিক দেশ গ্রহণ করবে। জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভারত সফরকালে বৈঠকে সুষমা স্বরাজ এ কথা বলেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। বৃহস্পতিবার সকালে বনানীতে চেয়ারম্যানের কাযার্লয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রুহুল আমিন বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিরোধী দল বলে শুধু বিরোধিতাই করবে, সরকারের সঙ্গে কোনো দায়িত্ব পালন করতে পারবে নাÑ এই প্রচলিত ধারা থেকে জাতীয় পাটির্ বেরিয়ে আসতে পেরেছে, এটা তার ভালো লেগেছে। ২২ জুলাই এইচ এম এরশাদের নেতৃত্বে জাতীয় পাটির্র পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভারতে যায়। দলের অন্য সদস্যরা হলেন রুহুল আমিন হাওলাদার, সভাপতিমÐলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু, সুনীল শুভ রায় ও খালেদ আক্তার। সেই সফরের বিষয়ে তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জাপার চেয়ারম্যানকে ভারত সরকার যে সম্মান দেখিয়েছেন, তার জন্য ভারতের প্রতি জাপা কৃতজ্ঞতা জানাচ্ছে। ভারত সরকার এরশাদকে সুবিধামতো সময়ে আবারও সফরের আমন্ত্রণ জানিয়েছে। জাপার প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোপাল বৈঠক করেছেন। দেশটির প্রধানমন্ত্রী সে সময় দিল্লি না থাকায় তার সঙ্গে সাক্ষাৎ হয়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সঙ্গে কথা বলেছেন। বরিশালে আ’লীগ সমথর্ন জাতীয় পাটির্র সংবাদ সম্মেলনে জানানো হয়, বরিশাল সিটি করপোরেশন নিবার্চনে আওয়ামী লীগের প্রাথীর্র পক্ষে থাকবে জাতীয় পাটির্। এজন্য সেখান থেকে জাতীয় পাটির্র প্রাথীের্ক সরে দঁাড়াতে বলা হয়েছে। জাতীয় পাটির্ মনে করে, বরিশাল সিটি করপোরেশনের উন্নয়নের স্বাথের্ আওয়ামী লীগের প্রাথীর্র বিজয়ী হওয়ার প্রয়োজন আছে।