সিটি নিবার্চনে অনিয়মের কথা জানতে চাইলেন বানির্কাট

প্রকাশ | ২৮ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশেন নিবার্চনে অনিয়মের কথা প্রধান নিবার্চন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছে জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত মাকির্ন রাষ্ট্রদূত মাশার্ বানির্কাট। বৃহস্পতিবার নিবার্চন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে এ বিষয়ে জানতে চেয়েছেন বানির্কাট। নিবার্চন সচিব হেলালুদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মূলত এটি বানির্কাটের বিদায়ী সাক্ষাৎ হলেও তিনি আগামী জাতীয় সংসদ নিবার্চন নিয়েও আলোচনা করেছেন। বিকেল ৩টার দিকে প্রধান নিবার্চন কমিশনার কেএম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করতে তার কাযার্লয়ে যান বানির্কাট। সেখানে বিকেল ৫টা পযর্ন্ত বৈঠক করেন তিনি। ইসি সচিব বলেন, কিছুদিন পরে বানির্কাট নিজ দেশে ফিরে যাবেন। সেই হিসেবে বলতে পারেন তিনি বিদায়ী সাক্ষাতে এসেছিলেন। তবে স্বাভাবিকভাবে বৈঠকে তিন সিটি ও জাতীয় নিবার্চন নিয়ে আলোচনা হয়েছে। বানির্কাট এসব নিবার্চনে ইসির প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন। জবাবে সিইসি বলেছেন, এখন পযর্ন্ত নিবার্চনের পরিবেশ ভালো। বানির্কাটও নিবার্চন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। ইতিপূবের্ অনুষ্ঠিত সিটি নিবার্চনে যে অনিয়মের অভিযোগ উঠেছে সে বিষয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চেয়েছেন মাকির্ন রাষ্ট্রদূত। জবাবে সিইসি বলেন, খুলনা সিটি নিবার্চনে অনিয়মের বিষয়ে তদন্ত হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে পুলিশসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। পরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন বানির্কাট। গাজীপুর সিটি নিবার্চন নিয়ে তার বক্তব্যের সমালোচনার বিষয়টি নজরে আনলে বানির্কাট বলেন, এটাই তো গণতন্ত্রের সৌন্দযর্। আলোচনা-সমালোচনা গণতন্ত্রের সৌন্দযর্। এ কমিশনের অধীনে সুষ্ঠু নিবার্চন সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, এই কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নিবার্চন করা সম্ভব হবে বলে আশা করি। জাতীয় সংসদ নিবার্চন নিয়ে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সব বিষয়ে কথা হয়েছে। নিবার্চনে সব দলকে সমান সুযোগ দেয়ার পরামশর্ দিয়েছি।