অপারেশন ডেভিল হান্টে নৌবাহিনীর যৌথ অভিযান

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
অপারেশন ডেভিল হান্টের আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে আসছে। সোমবার রাতে হাতিয়া থানাধীন ৬নং চরকিং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকায় অভিযান চালালে সেখানে অবস্থানকারী সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে মো. নবির উদ্দিন, মো. ইমাম হোসেন ও মো. ফখরুল ইসলাম টিপুকে আটক করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল ৩টি একনলা দেশীয় বন্দুক, ৮টি কার্তুজ, ২০টি ককটেল, ২টি ডেগার, ৩টি ক্রিজ ও একটি তলোয়ার উদ্ধার করা হয়। আইএসপিআর