মহাকুম্ভে যাওয়ার পথে উত্তর প্রদেশে ঝরল ১০ পুণ্যার্থীর প্রাণ

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

যাযাদি ডেস্ক
মহাকুম্ভে যাওয়ার পথে উত্তর প্রদেশের প্রয়াগরাজে বাসের সঙ্গে বোলেরো গাড়ির সংঘর্ষে ১০ পুণ্যার্থী নিহত হয়েছে। এনডিটিভি লিখেছে, প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়ের মেজা এলাকার ওই দুর্ঘটনায় আহত হয়েছে ১৯ জন। ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মোহনা সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। তাদের বহনকারী বোলেরো গাড়ির সঙ্গে মধ্যপ্রদেশের রাজগড় জেলা থেকে আসা একটি বাসের সংঘর্ষ হয়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসার পাশাপাশি ত্রাণকাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে মহাকুম্ভ থেকে ফেরার পথে মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় একটি মিনিবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্ধ্রপ্রদেশের সাত তীর্থযাত্রীর মৃতু্য হয়, আহত হয় দুজন। এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ২৯ জানুয়ারি, মহাকুম্ভে ভোরের আলো ফোটার আগে পদপিষ্ট হয়ে মৃতু্য হয় ৩০ জনের। পুলিশ কর্মকর্তা বৈভব কৃষ্ণ সাংবাদিকদের বলেন, ২৫টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে, আহত হয়েছেন ৬০ জন। মৌনি অমাবস্যা উপলক্ষে অনেক তীর্থযাত্রী পবিত্র স্নান করার জায়গার জন্য হুড়োহুড়ি করলে এই পদদলনের ঘটনা ঘটে। পিষ্ট হওয়ার আগে অনেকেই ব্যারিকেড ভাঙতে শুরু করেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। মহাকুম্ভ শুরু হয়েছে ১৩ জানুয়ারি, যা শেষ হবে ২৬ ফেব্রম্নয়ারি।