রাজশাহীতে দিনমজুরের পা ভাঙল পুলিশ!

প্রকাশ | ১৩ জুন ২০১৯, ০০:০০

রাজশাহী অফিস
রাজশাহীর দুর্গাপুরে ২০ হাজার টাকা ঘুষ চেয়ে না পেয়ে সাইদুল ইসলাম নামের এক দিনমজুরের পা ভেঙে দিয়েছে পুলিশ। নির্যাতনের অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় ছেলেকে আটক করে ঘুষ দাবি করে দুর্গাপুর থানার এএসআই হাফিজ। ঘুষ দিতে অস্বীকার করায় ছেলের সামনে সাইদুল ইসলামকে নির্যাতন করে পা ভেঙে দেয় এই পুলিশ কর্মকর্তা। রাতে তাকে দুর্গাপুর স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়। হাসপাতালে সাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, 'পুত্রবধূ তার ছেলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছিল নির্যাতনের। ওই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় তার ছেলে আসাদুল ইসলামকে আটক করে এএসআই হাফিজ। তবে তাকে থানায় না নিয়ে হোজা অনন্তকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যায়। খবর পেয়ে ছেলেকে ছাড়াতে সেখানেই যান তিনি। এ সময় তার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন এএসআই হাফিজ। ঘুষের টাকা দিতে অপারগতা জানালে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এএসআই। এ সময় তার কাছে থাকা ৯০০ টাকা পকেট থেকে বের করে এএসআই হাফিজকে দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে বাম পা ভেঙে দেন এই পুলিশ কর্মকর্তা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। আর গভীর রাতে তার ছেলে আসাদুলকে ছেড়ে দেন এএসআই হাফিজ। দুর্গাপুর স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার আসফাক হোসেন বলেন, 'সাইদুল ইসলামের হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে হাড় ভেঙে গেছে। তবে এক্সরে করার পর নিশ্চিত হওয়া যাবে কি পরিমাণ ভেঙেছে। স্বাস্থ্য কমপেস্নক্সে এক্সরে মেশিন না থাকায় বাইর থেকে করার জন্য বলা হয়েছে।' এ ব্যাপারে যোগাযোগ করা হলে এএসআই হাফিজ আসাদুল নামে কাউকে আটক, তার পিতার কাছে ঘুষ দাবি ও নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন। দুর্গাপুর থানার ওসি আব্দুল মোতালেব বলেন, 'বিষয়টি তার নলেজ নেই। তার কাছে কেউ অভিযোগও করেননি। অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করা হবে।'