হবিগঞ্জ হাসপাতালে বাঁশ দিয়ে স্যালাইন স্ট্যান্ড!

প্রকাশ | ১৩ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এভাবেই বাঁশের খুটিতে স্যালাইন ঝুলিয়ে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে -যাযাদি
হবিগঞ্জ প্রতিনিধি নামেই জেলা সদর আধুনিক হাসপাতাল। হাসপাতাল শব্দটির আগে আধুনিক লেখা থাকলেও তা শুধু নামে মাত্রই। কাজের কাজ নেই কোন কিছুই। হাসপাতালটিতে প্রতিদিন দুই থেকে আড়াইশত রোগী আসে চিকিৎসা নিতে। আর চিকিৎসা নিতে এসেই বিড়ম্বনায় পড়তে হয় রোগীসহ তাদের সাথে আসা স্বজনদের। এদিকে হাসপাতালে নেই পর্যাপ্ত পরিমান সিট, অন্যদিকে যাও আছে তার মধ্যেও অধিকাংশ সিটই ভাঙ্গা। তাই চিকিৎসা নিতে এসেও দূর্ঘটনার শঙ্খা থেকেই যায়। এছাড়াও হাসপাতালটিতে রয়েছে বিশুদ্ধ খাবার পানি সংকট। হাসপাতালে চার পাশে বেশ কয়েকটি নলকুপ স্থাপন করা হলেও বর্তমানে একটি ছাড়া সবকটি নলকুপই অকেজো হয়ে পড়ে রয়েছে। অকেজো নলকুপগুলো চালু করার কোন উদ্যোগই যেন নেই হাসপাতাল কর্তৃপক্ষের। সরেজমিনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, ভাঙ্গা সিটের উপর শুয়েই চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। আর ওই সব ভাঙ্গা সিটগুলোকে দাড় করানো হয়েছে জোড়া তালি দিয়ে। ইটের স্তর দিয়ে বানানো হয়েছে সিটের পায়া। আর বাঁশের টুকরো দিয়ে তৈরি করা হয়েছে 'স্যালাইন স্ট্যান্ড'। এছাড়া ভাঙ্গা-ছোড়া রয়েছে বিভিন্ন ওয়ার্ডের টয়লেটের দরজা। এতে করে বিপাক-বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে মহিলা রোগীদের। সিটের সংকট থাকায় বহু রোগীকে দিনের পর দিন থাকতে হচ্ছে মেঝেতে। দীর্ঘদিন ধরে হাসপাতালের ড্রেনগুলোতে পড়ে আছে ময়লা-আবর্জনার স্তুপ। যে কারণে দুর্গন্ধ এখন নিত্যদিনের সঙ্গী। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতিন্দ্র চন্দ্র দেবের সাথে যোগাযোগ করা হলে তিনি সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, ডাক্তার সংকট ও শয্যা সংকট রয়েছে আমাদের। তবে এ সমস্যার সমাধান দ্রম্নতই করা হবে।