মাদারীপুরে আ'লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রকাশ | ১৩ জুন ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পেয়ারপুর ইউনিয়নের মধ্য গাছবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় ১১ জনকে আটক করে পুলিশ। বুধবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত দফায় দফায় এই দুই গ্রম্নপের মধ্যে সংঘর্ষ চলে। দুই গ্রম্নপের সংঘর্ষেও সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৫ রাউন্ড গুলি নিক্ষেপ করে।পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজল কৃষ্ণ দে'র সমর্থক মোজলেম আকন, লাভলু তালুকদার গ্রম্নপের লোকজন সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্য গাছবাড়িয়া এলাকায় পোস্টার টাঙাতে ছিল। এসময় বিদ্রোহী প্রার্থী ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য শাজাহান খানের ছোট ভাই এ্যাড. ওবায়দুর রহমান কালু খানের সমর্থক লাল মিয়া মাতুব্বর ও শহিদ মাতুব্বরের লোকজন অতর্কিত হামলা চালায়। পরে দুই গ্রম্নপের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুই গ্রম্নপের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। যে কোন সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। এ ব্যাপারে মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মূলত নৌকার সমর্থক মোজলেম আকন, লাভলু তালুকদার গ্রম্নপের লোকজনের সাথে লাল মিয়া মাতুব্বর, শহিদ মাতুব্বর, আলম ফকির গ্রম্নপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।