একটি দল সুযোগ পেলেই বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাতের চেষ্টা করে রুহুল কবির রিজভী

বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে দোয়া মাহফিল আজ

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার রাজধানীর পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে বক্তব্য রাখেন -ফোকাস বাংলা
একটি দল যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাতের চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এছাড়া আজ ঢাকাসহ সারাদেশে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে দোয়া মাহফিল করবে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দলের এই কর্মসূচি ঘোষণা করেন। জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দলের অনুষ্ঠানে, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংস পার্টি গঠন করেছেন-কেউ এমন কথা বলেন উলেস্নখ করে রিজভী বলেন, 'স্বাধীনভাবে সংবাদপত্র পাঠ করা যদি গণতন্ত্রের অপরিহার্য শর্ত হয়ে থাকে তাহলে সেটির মহানায়ক জিয়াউর রহমান। জিয়াউর রহমানের প্রতি সিপাহী এবং জনগণের সমর্থন ছিল। যিনি রাজনৈতিক দল গঠন করেছিলেন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য। গণতন্ত্রের মহানায়ক ছিলেন জিয়াউর রহমান। যারা একাত্তরের পরবর্তী সময়ে নিষিদ্ধ ছিলেন, তার উদারতার কারণে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। কিন্তু এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে। এটা আমরা প্রতিনিয়ত দেখেছি।' তিনি বলেন, 'জনতার মধ্য থেকে জুলাই আন্দোলনে যে শ্রমিকরা নেমেছেন, যারা একদিন রিকশা চালাতে না পারলে তাদের ছেলে-মেয়ে, স্ত্রী পরিবারের ভাত হবে না। তাদের আত্মদানকে এত ছোট করে দেখছেন কেন? সেটার জন্য তো কর্তব্য ছিল বেশি। যে রিকশাচালক, ভ্যানচালক মারা গেছেন-সরকারের পক্ষ থেকে তাদের তালিকা করে কবে পুনর্বাসন করা যায়, সে ব্যাপারে আপনাদের কাউকে তো আসতে দেখলাম না। ক্ষমতার ভাগাভাগি, রাজনৈতিক দল বিএনপিকে নানা ধরনের অভিযোগের মধ্যে আক্রান্ত করা আমরা প্রতিনিয়ত দেখছি।' ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, 'জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবির বলে ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছি। কে কখন নিষিদ্ধ হয় আমরা জানি না। এখন ছাত্রলীগ নিষিদ্ধ কিনা আমরা জানি না। ছাত্রশিবিরকেও আমরা নিষিদ্ধ হতে দেখেছি একসময়। আমরা এটাও জানি, ছাত্রশিবিরের এখনকার অনেক নেতা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে অনেক পদ-পদবিও পেয়েছেন। অনেকেই ছাত্রশিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ। এর উত্তর তারা কি করে দেবেন?' তিনি বলেন, 'সরকার প্রধান বললেন-ছাত্ররা দল করতেই পারে। হ্যাঁ আমরা যদি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি তাহলে করতে পারে। কিন্তু যাদের রক্তের ওপর দাঁড়িয়ে কথাগুলো বলা হচ্ছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করা উচিত।' রিজভী বলেন, 'এই দেশে যেমন ইসলামী সংস্কৃতি কালচার আলস্নাহর প্রতি বিশ্বাস, এটাকে যেমন মুছে দেওয়া যাবে না। যেটার চেষ্টা শেখ হাসিনা বারবার করেছেন। ইসলামী সংস্কৃতি, ইসলামের প্রতি বিশ্বাস আলস্নাহর ওপর বিশ্বাস-এটাতো জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন সংবিধানে। শেখ হাসিনা নানাভাবে চেষ্টা করেছেন এটা মুছে ফেলার। আবার এটাও মনে রাখতে হবে আমাদের দেশের জাতীয় সংস্কৃতির নানা অঙ্গ আছে, নানা বৈচিত্র্য আছে-এটাকেও মুছে ফেলা যাবে না। কেন চট্টগ্রামে বসন্তবরণ বন্ধ করা হয়েছে, কার নির্দেশে হয়েছে? কেন নাটক বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রামে?' অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ। এদিকে, সংবাদ সম্মেলনে আজ ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিলের ঘোষণা দিয়ে রুহুল কবির রিজভী বলেন, 'প্রতিবছর ২৫ ফেব্রম্নয়ারি বিএনপি অত্যন্ত বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে এই দিনটি। এবার ২৫ ফেব্রম্নয়ারি সরকারের পক্ষ থেকে জাতীয় শহীদ সেনা দিবস পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। জাতীয়ভাবে এই দিবসটি পালনে সরকারের ঘোষণার প্রতি বিএনপি সমর্থন জানাচ্ছে।' তিনি বলেন, 'এই দিবসটি উপলক্ষে বিএনপির ঢাকায় যেমন কর্মসূচি রয়েছে, সকালে বনানী সেনা কবরাস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেখানে দোয়া অনুষ্ঠান হবে এবং একই সঙ্গে সারাদেশে জেলা-মহানগরে বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে। আলোচনা সভাটি হবে বিকাল সাড়ে ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে।'