পানি সম্পদ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) পরিদর্শন করে। চলমান গবেষণা ও উদ্ভাবন প্রকল্প পরিদর্শন এবং ভবিষ্যৎ প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ অন্বেষণই ছিল পরিদর্শনের মূল উদ্দেশ্য।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেন অতিরিক্ত সচিব (প্রশাসন) আব্দুল লতিফ মোলস্না। অন্য সদস্যরা হলেন- যুগ্ম সচিব (ডেভেলপমেন্ট-১) মো. লুৎফর রহমান, যুগ্ম সচিব (প্রশাসন) মো. হাবিবুর রহমান, যুগ্ম সচিব (আরএমপিএআর ইউনিট) নাজমা বেগম এনডিসি, যুগ্ম সচিব (মনিটরিং ও ইমপিস্নমেন্টেশন) আব্দুলস্নাহ আল আরিফ, উপসচিব (প্রশাসন-২) সুজিত হাওলাদার এবং উপসচিব (পরিকল্পনা-১) ফারহানা করিমসহ আরও ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রতিনিধি দলটি আইরিক-এ চলমান বিভিন্ন গবেষণা প্রকল্প ঘুরে দেখেন এবং অত্যাধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ দেখে অভিভূত হন। বিশেষত স্মার্ট এআই রিসেপশন অ্যাসিস্ট্যান্ট নিউরোমার্কেটিং এবং সুস্বাস্থ্য.এআই-এর মতো উদ্ভাবনী প্রকল্প দেখে কর্মকর্তারা মুগ্ধ হন।
পরিদর্শনের অংশ হিসেবে 'আধুনিক সরকার ব্যবস্থাপনায় ইন্টারনেট অফ থিংস এর ব্যবহার' শীর্ষক একটি কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় কর্মকর্তারা বন্যার দিকনির্দেশনা ও সময়ভিত্তিক পূর্বাভাস, নদীতীরের বস্নক গণনা, এবং ঐতিহাসিক তথ্যের কার্যকর ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তুলে ধরেন। আলোচনায় সরকারি কর্মকর্তারা ও গবেষকরা একমত হন যে, উন্নয়ন ও সমস্যার সমাধানে গবেষণা ও প্রযুক্তির সঙ্গে সরকারি নীতিমালার সমন্বয় অপরিহার্য। সংবাদ বিজ্ঞপ্তি