তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে ২০ ফেব্রম্নয়ারি ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। এছাড়া অভিযান চলে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জোবিঅ-মেঘনাঘাটের আওতাধীন 'অর্জুন্দি ও পৌর ভবনাথপুর' এলাকার ৭টি পয়েন্টে। এখানে অবৈধ চুন কারখানা, ঢালাই কারখানা ও মিষ্টি কারখানার অবৈধ লাইন উচ্ছেদ করা হয়। একই দিন টিএন্ডডি পিএলসির মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২ এর আওতাধীন জিনজিরা শাখার কেরানীগঞ্জ উপজেলার বড় মনোহরিয়া ও ছোট মনোহরিয়া এলাকায় অভিযান চালানো হয়। এখানে একটি কারখানার মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি