৩৮৪ ইটভাটা 'বন্ধ' করেছে পরিবেশ অধিদপ্তর

প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ০০:০০

যাযাদি ডেস্ক
দেশে গত জানুয়ারির ২৫ দিনে অভিযান চালিয়ে ৩৮৪টি ইটভাটা বন্ধ ও ১৮ কোটি টাকা জরিমানা করার তথ্য দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বায়ু ও শব্দ দূষণ, নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও সরবরাহ, অবৈধ ইটভাটা এবং ঝুঁকিপূর্ণ বর্জ্য নির্গমন ব্যবস্থার বিরুদ্ধে ৫২০টি অভিযান চালানো হয়। আদালত ১ হাজার ২৪৫টি মামলা করে। জরিমানা করা হয় ১৮ কোটি ৩২ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ২৪৯টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। বন্ধের নির্দেশ দেওয়া হয় ১৩৫টি ইটভাটা। এছাড়া ৩৫টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করে পরিবেশ অধিদপ্তর।