ফের উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া বিদু্যৎকেন্দ্র

প্রকাশ | ০২ মার্চ ২০২৫, ০০:০০

যাযাদি ডেস্ক
বন্ধ থাকার ১২দিন পর আবারও উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদু্যৎকেন্দ্রের তিন নম্বর ইউনিট। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে পুরোপুরি উৎপাদনে যায় ইউনিটটি। এসময় উৎপাদিত প্রায় ১৯০ মেগাওয়াট বিদু্যৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করে বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে সন্ধ্যায় ৫২৫ মেগাওয়াটসম্পন্ন বিদু্যৎ কেন্দ্রটির তিন ইউনিটের মধ্যে ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটের বিদু্যৎ উৎপাদন পরীক্ষামূলকভাবে শুরু করা হয়। বর্তমানে তাপবিদু্যৎ কেন্দ্রের তিনটির মধ্যে চালু রয়েছে দুইটি ইউনিট। এর আগে, গত ১৫ ফেব্রম্নয়ারি ওই ইউনিটের পানির পাইপ ফেটে যাওয়ার পাশাপাশি যান্ত্রিক ত্রম্নটি দেখা দেয়। ফলে চলমান সর্বোচ্চ বিদু্যৎ উৎপাদন সম্পন্ন তিন নম্বর ইউনিটটি বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। বিদু্যৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ থাকার চারদিন পর ২২ ফেব্রম্নয়ারি ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট চালুর মাধ্যমে উৎপাদন শুরু হয়।