সিআইইউতে বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

প্রকাশ | ০৬ মার্চ ২০২৫, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
সম্প্রতি নগরীর জামালখানস্থ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) বোর্ড অব ট্রাস্টিজের ৪৬তম সভা বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, মীর্জা সালমান ইস্পাহানী, হাবিবুলস্নাহ খান, এম শাহাব উদ্দিন আলম, দিলরুবা আহমেদ, আব্দুস সালাম, সিআইইউ'র উপাচার্য এম এম নুরুল আবসার। অনলাইন পস্নাটফর্মে সংযুক্ত ছিলেন সৈয়দ মাহমুদুল হক, সাফিয়া গাজি রহমান, পারভীন মাহমুদ এফসিএ ও সেলিম রহমান প্রমুখ।সভায় চট্টগ্রামের প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবদুলস্নাহ আল নোমানের মৃতু্যতে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া সিআইইউ'র গবেষণা কার্যক্রম বৃদ্ধি ও উন্নত কারিকুলাম প্রণয়নের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সিদ্ধান্ত হয়।