সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কুকুর ভেবে ভালুক পুষছিলেন গায়িকা যাযাদি ডেস্ক সুর, তাল সম্পর্কে তার যথেষ্ট ধারণা রয়েছে। কিন্তু কুকুর আর ভালুকের মধ্যে ফারাকটা বুঝে উঠতে পারেননি তিনি। এজন্য মাশুলও দিতে হয়েছে তাকে। কুকুর ভেবে বাড়িতে ভালুক পুষে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ভাঙার অপরাধে গ্রেফতার হতে হলো এক সেলিব্রিটি গায়িকাকে। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। দিন দুয়েক আগে মালয়েশিয়ার জনপ্রিয় গায়িকা জারিথ সোফিয়া ইয়াসিনের বাড়িতে বন্যপ্রাণী দফতর এবং পেনিনসুলারের চিড়িয়াখানা কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালায়। গায়িকার বাড়ি থেকে উদ্ধার করা হয় ভালুকটিকে। ইয়াসিনের বাড়ি থেকে ভালুক উদ্ধারের সময় সেটার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন গায়িকার এক প্রতিবেশী। এরপর বিপত্তি এই ছবিকে ঘিরে। ছবি ভাইরাল হতেই বন্যপ্রাণীকে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে ভালুকটিকে আটকে রাখার অভিযোগ ওঠে ইয়াসিনের বিরুদ্ধে। ইয়াসিনের দাবি, তিনি এই ভালুক ছানাটিকে সুস্থ করতে চেয়েছিলেন। প্রাণীটি সুস্থ হয়ে উঠলেই এটিকে চিড়িয়াখানায় রেখে আসার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই গ্রেফতার হলেন তিনি। ট্রাকচাপায় শিশু নিহত  আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা কুমিলস্না-সিলেট মহাসড়কে দ্রম্নতগামী ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে আয়েশা আক্তার নামে ২ বছর বয়সী এক শিশু নিহত হয়। শনিবার দুপুরে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত আয়েশা ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার গোকর্ণঘাট গ্রামের ওমর ফারুকের মেয়ে। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ওমর ফারুক তার স্ত্রী মুক্তা বেগম, মেয়ে আয়েশাসহ ৫ জন সিএনজিচালিত অটোরিকশা দিয়ে কসবায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাছিলেন। পথিমধ্যে ধরখার এলাকায় দ্রম্নতগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সিএনজিটি পাশের একটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ওমর ফারুকর স্ত্রী মুক্তা বেগম, মেয়ে আয়েশা আক্তার, ফুপা আলমগীর হাসনসহ ৩ জন  আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।  গাছ থেকে পড়ে ছাত্রের মৃতু্য কাউনিয়া (রংপুর) সংবাদদাতা রংপুরের কাউনিয়ায় জাম খেতে গিয়ে জামগাছ থেকে পড়ে আরাফাত হোসেন (১০) নামের এক স্কুলছাত্র মারা গেছে। শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার কুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত উপজেলার কুর্শা গ্রামের আবু কালামের ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার সেকেন্ড অফিসার (এসআই) শাহ আলম জানান, কুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র আরাফাত হোসেন স্কুলের মাঠের ভেতর জামগাছে উঠে জাম পাড়ছিল। অসাবধানতাবশত জামগাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গিয়ে শিশু আরাফাত ঘটনাস্থলে মারা যায়। কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।