নতুন কর্মসূচিতে যাচ্ছে ছাত্রলীগের বিক্ষুব্ধরা

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
কমিটি থেকে বিতর্কিতদের বাদ দিতে ২১ দিন ধরে টানা অবস্থান চালিয়েও কোনো সাড়া না পাওয়ার পর নতুন কর্মসূচি দিতে যাচ্ছে ছাত্রলীগের বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধ অংশের নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ, কালো ব্যাজ ধারণের মতো কর্মসূচি দিতে ভাবছেন তারা। নিজেদের মধ্যে আলোচনার পর কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনের দিন জানাবেন বলে জানিয়েছেন বিক্ষুব্ধদের অন্যতম নেতা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক নকিবুল ইসলাম সুমন। তিনি শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি থেকে এ কথা জানান। গত ২৬ মে থেকে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে আছেন ছাত্রলীগের এই নেতারা; রোজার ঈদের দিনও সেখানেই কাটান তারা। তাদের খবর ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো নেতা না নেয়ায় তারা ক্ষোভও প্রকাশ করেন। সুমন বলেন, বিতর্কিতদের বাদ দেয়ার দাবিতে আমরা টানা ২১ দিন ধরে রাজু ভাস্কর্যের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। অত্যন্ত যৌক্তিক দাবিগুলো মেনে না নিয়ে বরং কালক্ষেপণ করা হচ্ছে। আমরা এখন এখানে অবস্থানের পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া, আওয়ামী লীগের চারজন কেন্দ্রীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কালো ব্যাজ ধারণ এবং ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শপথ নেয়ার মতো প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করব।