বকশীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় নেতৃত্বদানকারী ইউপি সদস্য মইনুল ইসলাম ভুট্টুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ইউপি সদস্যসহ ১৬ জনের নামে মামলা করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, ১৪ জুন শুক্রবার দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের মাদারের চর খাপড়া গ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়। স্থানীয় আজিত মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২১) ৫ম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় শুক্রবার রাতে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থানা পুলিশ সাইফুল ইসলামকে আটক করার জন্য অভিযানে বের হয়। রাত ১টার দিকে পুলিশ সাইফুল ইসলামকে আটক করে নিয়ে আসার পথে মাদারের চর এলাকার (দেওয়ানগঞ্জ উপজেলার অংশ) ইউপি সদস্য মইনুল ইসলাম ভুট্টুর নেতৃত্বে ১৫-২০ জন পুলিশের ওপর হামলা করে সাইফুল ইসলামকে ছিনিয়ে নেয়। পরে কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও বকশীগঞ্জ থানা পুলিশ ফের অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করে। \হরাতভর অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলাকারী ইউপি সদস্য মইনুল ইসলাম ভুট্টুকেও আটক করে পুলিশ। পুলিশের ওপর হামলার ঘটনায় বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরিফ আহমেদ বাদী হয়ে শনিবার ভোরে ওই ইউপি সদস্য ভুট্টুসহ খাপড়াপাড়া গ্রামের অজ্ঞাত ১৬ জনের নামে (পুলিশ আক্রান্ত) মামলা দায়ের করেন। বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলম জানান, পুলিশের ওপর হামলায় আটক ইউপি সদস্যকে শনিবার জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।