জন্মদিনে পরিবারের সান্নিধ্যে জয়

প্রকাশ | ২৮ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
সজীব ওয়াজেদ জয়
আটচল্লিশ বছরে পা রাখলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৭ জুলাই অবরুদ্ধ ঢাকায় পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার প্রথম সন্তান জয়ের জন্ম হয়। বিজয়ের পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিজের ফেসবুক পেজে মন্তব্য লেখেন জয়। এবারও জানিয়েছেন জন্মদিনের অনুভূতি, বলেছেন পরিবারের সঙ্গে থাকার কথা। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এখন আমার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। মা জিজ্ঞেস করছিল আমার জন্য কি রান্না করবে। খাওয়াদাওয়ার ব্যাপারে আমি খুঁতখুঁতে না, মা’র হাতের সব রান্নাই আমার পছন্দ।’ আইটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় এখন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর জয় মায়ের সঙ্গে জামাির্ন হয়ে ভারতে যান। তার শৈশব-কৈশোর কেটেছে ভারতে। নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভাসিির্ট অব টেক্সাস অ্যাট আলির্ংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন। পরবতীের্ত হাভার্ডর্ বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর করেন তিনি। ২০০২ সালের ২৬ অক্টোবর ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন জয়। তাদের একটি মেয়ে আছে। ২০১০ সালের ২৫ ফেব্রæয়ারি জয় রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।