রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ

চেয়ারম্যান পদ পেতে হাফ ডজন আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বদরুল হাসান লিটন, রাজশাহী রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) বর্তমান চেয়ারম্যানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ আগস্ট। ফলে এ পদে নিয়োগ পেতে এবার মাঠে নেমেছেন রাজশাহীর অন্তত হাফ ডজন আওয়ামী লীগ নেতা। ইতোমধ্যেই তারা কেন্দ্রে তদবির শুরু করেছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান চেয়ারম্যান বজলুর রহমানের দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০১৪ সাল থেকে রয়েছেন আরডিএর এই পদে। আগামী ৩০ আগস্ট তার ৫ বছর মেয়াদ শেষ হবে। চেয়ারম্যানের এই পদ ধরে রাখতে আবারও তিনি দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে আরডিএর একটি সূত্র দাবি করেছে। বজলুর রহমান ছাড়াও রাজশাহীর আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে চেয়ারম্যান পদে আসার তালিকায়। তাদের মধ্যে রয়েছেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, আরেক সহ-সভাপতি নওসের আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। জানা গেছে, বজলুর রহমান তৃতীয় দফায় মেয়াদ বৃদ্ধি করার জন্য গণপূর্ত মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি শুরু করেছেন। এর আগে প্রথমে তাকে এক বছরের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়। পরে দুই দফায় দুই বছর করে সময় বৃদ্ধি করে মোট ৫ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান তিনি। সর্বশেষ বর্ধিত সময় অনুযায়ী আগামী ৩০ আগস্ট তার মেয়াদ শেষ হবে। গত ৫ বছরে বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। রাজশাহীর বনলতা বাণিজ্যিক ও আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্পের মূল্যবান ৩১ পস্নট বরাদ্দে অনিয়মের ঘটনায় তদন্ত নেমেছে দুদক। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এই পস্নট কেলেংকারির তদন্ত করছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কাশেম। ফলে বর্তমান চেয়ারম্যানের মেয়াদ আর বৃদ্ধি না হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন অনেকেই। এদিকে বর্তমান চেয়ারম্যান বজলুর রহমান আবারও চেয়ারম্যান পদে বহাল থাকতে তদবির শুরু করেছেন। এর বাইরে চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, আরেক সহ-সভাপতি নওসের আলী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের। এদের মধ্যে শাহীন আক্তার রেনী উদিয়মান নেত্রী ও বিশিষ্ট সমাজ সেবক হিসেবে সুনাম রয়েছে নগরজুড়ে। তার স্বামী এএইচএম খায়রুজ্জামান লিটন রাসিকের বর্তমান মেয়র। ফলে রাজশাহী নগরের পরিকল্পিত উন্নয়নের জন্য আরডিএর চেয়ারম্যান হিসেবে শাহীন আক্তার রেনীকে দেখতে চাইছেন খোদ আরডিএর কর্মকর্তা-কর্মচারীরা। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, 'বর্তমান চেয়ারম্যানের কারণে অতিষ্ঠ আরডিএর কর্মকর্তা-কর্মচারীরা। নিয়ম-নীতির তোয়াক্কা না করে তিনি যেসব কর্মকান্ড করে চলেছেন, সেগুলোর ভবিষ্যৎ দায়ভার নিয়েও শঙ্কিত তারা। এ অবস্থায় তৃতীয় দফায় মেয়াদ বৃদ্ধি করে আবারও বজলুর রহমানকে চেয়ারম্যান করা হোক- এটি কেউই চাইছেন না। সে ক্ষেত্রে মেয়রপত্নী শাহীন আক্তার রেনীকে চেয়ারম্যান হিসেবে চান।'