১ টন পলিথিন জব্দ, জরিমানা

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গাজীপুর প্রতিনিধি গাজীপুরের শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় এক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সহায়তায় মঙ্গলবার দুপুরে স্থানীয় মাওনা চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় চার দোকান থেকে এসব পলিথিন জব্দ এবং একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন গাজীপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরিন মাধবী। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন জানান, শ্রীপুরের বিভিন্ন দোকানে দীর্ঘদিন ধরে পলিথিন বিক্রি করে পরিবেশের ক্ষতি করায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় খলিলুর রহমান নামের এক ব্যক্তিতে ২০ হাজার টাকা জরিমানা ও চারটি দোকান থেকে ১ টন পলিথিন জব্দ করা হয়।