চট্টগ্রামের ৭ ওয়াডের্ আওয়ামী লীগের কমিটি ঘোষণা

প্রকাশ | ২৯ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
দলীয় সাধারণ সম্পাদকের বেঁধে দেয়া সময়েরও একমাস পর বিরোধপূণর্ সাতটি ওয়াডের্ আহŸায়ক কমিটি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। মহানগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিত সাতটি ওয়াডর্ কমিটি পুনগর্ঠনের কথা জানানো হয়। এর প্রতিটি ওয়াডের্ই একজন আহ্বায়ক ও তিনজন করে যুগ্ম আহ্বায়ক রেখে মোট ৫১ সদস্যের কমিটি করা হয়েছে। ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়াডের্ মো. ইসকান্দর মিয়া, ৪ নম্বর চানদগাঁও ওয়াডের্ নুর মোহাম্মদ নুরু, ১২ নম্বর সরাইপাড়া ওয়াডের্ মো. নুরুল আমিন, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়াডের্ মো. ইউনুছ কোম্পানি, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়াডের্ মো. আবসার উদ্দীন, ৫ নম্বর মোহরা ওয়াডের্ মো. রফিকুল আলম এবং ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়াডের্ এস এম আলমগীরকে আহ্বায়ক করা হয়েছে। নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী চিকিৎসার জন্য ভারতে থাকা অবস্থাতেই নতুন আহ্বায়ক কমিটির এ ঘোষণা এল। চিকিৎসা শেষে ৩ অগাস্ট তার দেশে ফেরার কথা রয়েছে। গত ৫ মে নগরীর লেডিস ক্লাবে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূলের বধির্ত সভায় প্রধান অতিথি ছিলের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওইদিনের সভায় তিনি নগর আওয়ামী লীগের থানা ও ওয়াডর্ কমিটির সমস্যা মেটাতে এক মাস সময় বেঁধে দেন। ২৪ জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কাযির্নবার্হী কমিটির সভায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের সকল সাংগঠনিক কাযর্ক্রমে প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সম্পৃক্ত করার নিদের্শ দেন। নওফেল বতর্মানে দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপরই তড়িঘড়ি করে বিরোধপূণর্ ওয়াডর্গুলোতে কমিটি দেওয়া হলো। জানতে চাইলে নওফেল বলেন, “মহানগর আওয়ামী লীগ আমাদের সভানেত্রীর সিদ্ধান্ত অনুসারে সবার সাথে সমন্বয় করে কমিটি করবে এটাই আমাদের আশা। এ মুহূতের্ নগর আওয়ামী লীগ সভাপতি দেশের বাইরে আছে। আশাকরি তিনি দেশে ফিরলে আমাদের কোনো অসুবিধা থাকলে সেটা ?দূর করা সম্ভব হবে। নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মেয়াদে তার সাথে আ জ ম নাছিরসহ অন্য নেতাদের বিরোধের জেরে একাধিক ওয়াডের্ দুটি করে কমিটি হয়। দলীয় সাধারণ সম্পাদকের সময় বেঁধে দেওয়ার পর গত ২১ জুন নগর আওয়ামী লীগের বধির্ত সভায় বিরোধপূণর্ ছয়টি ওয়াডের্র কমিটি স্থগিত করা হয়। কিন্তু পরদিনই কেন্দ্রীয় কয়েকজন নেতা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। এরপর ২৭ জুন নগর আওয়ামী লীগের বধির্ত সভায় দলের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০ জনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের নিদের্শ দেন।##