আজ বিশ্ব বাঘ দিবস

প্রকাশ | ২৯ জুলাই ২০১৮, ০০:০০ | আপডেট: ২৯ জুলাই ২০১৮, ০৯:২৯

যাযাদি রিপোটর্

আজ বিশ্ব বাঘ দিবস। দিবসটি পালন উপলক্ষে নানা কমর্সূচির আয়োজন করা হয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০০৪ সালের গবেষণায় সুন্দরবনে বাঘ ছিল ৪৪০টি। ২০১৫ সালে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে বাঘ গণনা করা হয়। এতে ১০৬টি বাঘের অস্তিত্ব পাওয়া যায়। ২০১৬ সালে আমেরিকার দাতা সংস্থা ইউএসএআইডি’র অথার্য়নে বাঘ প্রকল্পের মাধ্যমে ক্যামেরার সাহায্যে গণনার কাজ হাতে নেয়া হয়। খুলনা বিভাগীয় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃত সংরক্ষণ বিভাগ এ প্রকল্পকে জনবল ও ৭০টি ডিজিটাল ক্যামেরা সরবরাহ করে। গত ফেব্রæয়ারি মাসে বাঘ প্রকল্প ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে বাঘ গণনার কাজ শুরু হয়। মে মাসে মাঠ পযাের্য়র প্রাথমিক কাজ সম্পন্ন হয়। সুন্দরবনের তিনটি অভয়ারণ্য এলাকায় গাছে গাছে ক্যামেরা বেঁধে বাঘের গতিবিধি পযের্বক্ষণ করা হয়। পশ্চিম বন বিভাগীয় কমর্কতার্ মো. বশিরুল-আল-মামুন বলেন, ‘বাঘ শুমারি একটা কঠিন কাজ। আধুনিক পদ্ধতি গণনা হচ্ছে। প্রতিবেদন প্রকাশ না হলে কিছুই বলা যাচ্ছে না।’ খুলনা সাকেের্লর উপ-বন সংরক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, ‘বাঘ গণনার প্রতিবেদন প্রকাশ না হলে কিছুই বলা যাচ্ছে না। আগের চেয়ে এখন আধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে গণনা কাজ চলছে।’ উল্লেখ্য, ২০১০ সালে জানুয়ারিতে থাইল্যান্ডের হুয়ানে অনুষ্ঠিত হয় টাইগার রেঞ্জ দেশসমূহের ‘এশিয়া মিনিস্ট্রয়াল কনফারেন্স’। সেখান থেকে সিদ্ধান্ত হয় প্রতি বছর ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস পালিত হবে। সম্মেলনে বাঘ সংরক্ষণে ৯ দফা পরিকল্পনা গৃহীত হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে ২০২০ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করা। এবার বাঘ দিবসের কমর্সূচির মধ্যে রয়েছে, আজ সকাল ১০টায় শহিদ হাদিস পাকর্ থেকে বণার্ঢ্য র‌্যালির পরে খুলনা অফিসাসর্ ক্লাবে আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবতর্ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। বিশেষ অতিথি হিসেবে থাকবেন খুলনা সিটি করপোরেশনের নব-নিবাির্চত মেয়র তালুকদার আব্দুল খালেক এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবতর্ন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। সভাপতিত্ব করবেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী। এ বছর অষ্টম বিশ্ব বাঘ দিবস পালিত হবে।