রাজশাহীতে ছাত্রদল নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা

প্রকাশ | ২৯ জুলাই ২০১৮, ০০:০০

রাজশাহী অফিস
‘বিএনপি প্রাথীর্ মোসাদ্দেক হোসেন বুলবুল পায়ে গুলিবিদ্ধ হয়েছেন’ এমন তথ্যে ফেসবুকের মাধ্যমে গুজব ছড়ানোয় দুটি মামলা হয়েছে। বোয়লিয়া থানায় করা মামলা দুটির বাদী রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম। দুই মামলার একটিতে আসামি ছাত্রদল পাথরঘাটা শাখার সভাপতি হাসান আল বাকের মেসাল ও অপর মামলার আসামি বদিউজ্জামান সাহেদ। মামলার বিবরণে জানানো হয়, ২৬ জুলাই বিকাল ৬টার দিকে বদিউজ্জামান সাহেদ তার ফেসবুক আইডিতে লিখেন ‘দলীয় সরকারের অধীনে জাতীয় নিবার্চন সুষ্ঠু করার প্রহসনের প্রতিশ্রæতির নমুনা। রাজশাহী সিটি নিবার্চনে বিএনপির মেয়রপ্রাথীর্ মোসাদ্দেক হোসেন বুলবুল ভাইয়ের পায়ে গুলি করেছে পুলিশ।’ হাসান আল বাকের মেসাল নিজস্ব ফেসবুক আইডিতে লিখেন, ‘মানবতা আজ মৃত্যু, হিংস্রতা আজ উল্লাসে মেতেছে, ধিক্কার এই স্বৈরশাসকের শাসনের। রাজশাহী সিটি নিবার্চনে বিএনপির মেয়রপ্রাথীর্ মোসাদ্দেক হোসেন বুলবুল ভাইয়ের পায়ে গুলি করেছে পুলিশ। তারা মোসাদ্দেক হোসেন বুলবুলের ছবি যুক্ত করে গুজব ছড়ান। নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানায়, বোয়ালিয়া থানায় দুইটি এজাহার দেয়া হয়েছে। এগুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইসিটি আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।