দেবিদ্বারে আ’লীগ দুই গ্রæপের একই স্থানে সভা: ১৪৪ ধারা জারি

প্রকাশ | ২৯ জুলাই ২০১৮, ০০:০০

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের ইটাখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রæপের কমীর্সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল ৮টায় এ আদেশ জারি করা হয়েছে। যা সকাল ৮টা থেকে রাত ১২টা পযর্ন্ত এ আদেশ বলবৎ থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, শনিবার বিকাল ৩টায় ভানী ইউনিয়নের ইটাখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশ্রাফ মেম্বারের গ্রæপ আ’লীগের কমির্সভার আয়োজন করেন এবং ওই কমির্সভায় প্রধান অতিথি করা হয় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ এবিএম গোলাম মোস্তফাকে। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান ভূইয়া (জামাল) একই স্থানে একই দিনে যুবলীগ, স্বেচ্ছাসেকলীগ ও ছাত্রলীগের কমির্সভা আহŸান করে প্রধান অতিথি করেন উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানীকে। দুই গ্রæপের এ কমির্সভাকে কেন্দ্র করে সংঘষের্র আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। দেবিদ্বার উপজেলা নিবার্হী কমর্কতার্ রবীন্দ্র চাকমা যায়যায়দিনকে জানান, একই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের দুই গ্রæপ সভা আহŸান করায় সেখানে সংঘষের্র আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।