মাদারীপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় ২ ডিবি পুলিশ আহত

প্রকাশ | ২৯ জুলাই ২০১৮, ০০:০০ | আপডেট: ২৯ জুলাই ২০১৮, ০০:০১

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার লুন্দি নতুন এলাকায় মাদক ব্যবসায়ীদের ধরার জন্য শুক্রবার সন্ধ্যায় অভিযান চালায় মাদারীপুর ডিবি পুলিশের একটি দল। অভিযানকালে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। মাদক ব্যবসায়ীকে আটকের পর এলাকার ৩০-৪০ জনের একদল মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। হামলায় ডিবি পুলিশের ২ সদস্য আহত হয়। মাদারীপুর ডিবি পুলিশের এসআই মোবারক মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল লুন্দি নতুন বাজারে গিয়ে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সফিকুল মাতুব্বরকে আটক করি। এ সময় ৩০-৪০ জনের একদল মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে আটককৃতকে ছিনিয়ে নিতে চেষ্টা করে। এ হামলায় ডিবি পুলিশের কনেস্টেবল সবুজ ও হিটলার আহত হয়। তাদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় রাজৈর থানায় একটি সরকারি কাজে বাধা দেয়ায় ও অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।