রসিকে ১৬০০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশ | ৩০ জুলাই ২০১৮, ০০:০০

রংপুর প্রতিনিধি
রোববার দুপুরে নগর ভবন হলরুমে রংপুর সিটি করপোরেশনের রসিক ২০১৮-১৯ অথর্বছরে বাজেট ঘোষণা করেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা Ñযাযাদি
রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২০১৮-১৯ অথর্বছরে ১৬০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে রসিক নগর ভবন হলরুমে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে প্রায় ৫৩ কোটি টাকা। সরকারি সহায়তা ও বিদেশি অনুদান থেকে আয় দেখানো হয়েছে এক হাজার ৬০০ কোটি টাকা। ব্যয় দেখানো হয়েছে এক হাজার ৬০০ কোটি টাকা। বাজেটে উদ্বৃত্ত আয় দেখানো হয়েছে ২৩ কোটি ৫৮ লাখ ১৩ হাজার টাকা । বাজেটে নতুন কোনো করারোপ না করে নগরবাসীর সেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। বাজেটে রংপুর ঐতিহাসিক শ্যামা সুন্দরী খাল ও কেডি ক্যানেল উন্নয়ন প্রকল্পের জন্য এক হাজার কোটি টাকার মেগা প্রকল্প ধরা হয়েছে। মেয়র চলতি বছরেই এসব প্রকল্প শুরু হবে বলেও আশ্বস্ত করেন। এছাড়াও জাপানি আথির্ক সহায়তায় ১৫০ কোটি টাকা ব্যয়ে রংপুর নগরীর বিভিন্ন রাস্তাঘাট উন্নয়ন, ব্রিজ ও কালভাটর্সহ বিভিন্ন প্রকল্প চলতি অথর্বছরে বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হবে বলে জানান মেয়র। সংবাদ সম্মেলনে মেয়র রংপুরকে একটি আধুনিক পরিবেশবান্ধব ও যানজটমুক্ত শহর ঘোষণার অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সঙ্গে নগরীর ফুটপাত দিয়ে যাতে পথচারীরা সহজে চলাচল করতে পারে সেই পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র মোস্তফা জানান, আগের মেয়র নগরীর অনেক উন্নয়ন কাজের বিল আগাম দিয়েছেন। আগাম বিল পাওয়ায় কারণে ঠিকাদাররা কাজ করছেন না। এতে করে নগরীর বেশ কয়েকটি উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। এ সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। রংপুর সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কমর্কতার্ আখতার হোসেন আজাদের সভাপতিত্বে তত্ত¡াবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেনসহ কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন। হাজরাবাড়ি পৌরসভার বাজেট ঘোষণা মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা জামালপুর মেলান্দহের নবগঠিত হাজরাবাড়ি পৌরসভার ২০১৮-১৯ অথর্বছরের ১০ কোটি ১৩ লাখ ৮শ’ ৪৮ টাকার বাজেট ঘোষণা করা হয়। এ উপলক্ষে হাজরাবাড়ি হাই স্কুল মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর প্রশাসক-ইউএনও তামিম আল ইয়ামীন বাজেট উপস্থাপন করেন। বাজেটে ১০ কোটি ১৩ লাখ ৮ শ’ ৪৮ টাকা আয়, ১০ কোটি ৩ লাখ ১২ হাজার টাকা ব্যয় এবং ৯ লাখ ৮৮ হাজার ৮শ’ ৪৮ টাকা ব্যয় স্থিতি দেখানো হয়েছে। সভায় বক্তব্য রাখেন ফুলকোচা ইউপি চেয়ারম্যান ও পৌর সভার সহায়ক সদস্য মমিনুল ইসলাম বাবু। , আদ্রা ইউপি চেয়ারম্যান ফজলুল করিম ফরহাদ, জেলা আ’লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: জিন্নাহ, বিআরডিবির চেয়ারম্যান মনিরুজ্জামান জুয়েল, পৌরসচিব শরীফুল ইসলাম ভূঞা, উপজেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শহিদুজ্জামান আঙ্গুর, রিপোটার্সর্ ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল ও আ’লীগ নেতা হাফিজুর রহমান আনন্দ প্রমুখ। অনুষ্ঠান গ্রন্থনা-উপস্থাপনা করেন-হিসাব রক্ষক মাকসুদুর রহমান শামীম। অনুষ্ঠান শেষে ফকির শাহাব উদ্দিন পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।