ছেলেধরা সন্দেহে তিন ব্যক্তিকে গণপিটুনি

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট চট্টগ্রামের হাটহাজারীতে ছেলেধরা সন্দেহে তিন ব্যক্তিকে গণপিটুনি দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল আটটায় উপজেলার ছিপাতলী ইউনিয়ন সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার তিন ব্যক্তি হলেন কক্সবাজার জেলার লোহাগড়া থানার আব্দুল মালেক (৬০), নুর কবির (২৮) ও নুর ইসলাম (৬০)। তাঁরা প্রতারক বলে পুলিশের ভাষ্য। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে একটি প্রাইভেটকারে করে ওই তিন ব্যক্তি এলাকায় আসেন। অপরিচিত হওয়ায় তাদের দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এলাকায় আসার কারণ জানতে চাইলে তিনজনের কেউ সদুত্তর দিতে পারেননি। পরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে স্থানীয় লোকজনের সন্দেহ আরও বাড়ে। একপর্যায়ে উপস্থিত লোকজন তিন ব্যক্তিকে গণপিটুনি দেয়। খবর পেয়ে স্থানীয় ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান ও হাটহাজারী থানা-পুলিশের সদস্য ঘটনাস্থলে যান। তারা উত্তেজিত জনতার হাত থেকে সন্দেহভাজন তিন ব্যক্তিকে উদ্ধার করেন। পরে তাদের হাটহাজারী স্বাস্থ্য কমপেস্নক্সে নেয়া হয়। ইউপি চেয়ারম্যান নুরুল আহসান বলেন, ছেলেধরা সন্দেহে তিন ব্যক্তিকে শত শত মানুষ গণপিটুনি দিয়েছে। তিন ব্যক্তি মূলত প্রতারক। তারা গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে কৌশলে স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়ার জন্য এলাকায় এসেছিল। হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) মোলস্না মো. জাহাঙ্গীর কবির বলেন, সকাল সাড়ে আটটার দিকে তারা খবর পেয়ে ছিপাতলী এলাকায় যায়। গিয়ে দেখে, ছেলেধরা সন্দেহে তিন ব্যক্তিকে জনতা গণপিটুনি দিচ্ছে। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসা দিয়ে তিনজনকে থানায় আনা হয়েছে। তাঁরা প্রতারক।