কৃষিমন্ত্রীর সঙ্গে আর্জেন্টিনার কৃষি-শিল্প সচিবের সাক্ষাৎ

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাকের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার আর্জেন্টিনার কৃষি-শিল্প সচিব গৎ. খড়ঁরং গরমঁবষ ঊঃপযবাবযবৎব বৈঠক করেন। বৈঠকে দুই দেশের কৃষি ও অর্থনীতিসহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আর্জেন্টিনার প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন, বাংলাদেশে নিযুক্ত আরজেন্টিনার রাষ্ট্রদূত উধহরবষ ঈযঁনঁৎঁ, এগ্রো-ইন্ডাট্রিয়াল মার্কেট এর যুগ্মসচিব ঔবংঁং ঝুষাবরৎধ, ঞড়নরধং উব গধৎপড়ং, এঁংঃধাড় ওফরমড়ৎধং চৎবংরফবহঃ অৎমবহঃরহব ঈযধসনবৎ ড়ভ :যব ঙরষ ওহফঁংঃৎু ্‌ এৎধরহ ঊীঢ়ড়ৎঃবৎং (ঈওঅজঅ-ঈঊঈ) ও উপদেষ্টা গধৎরধহড় ইবযবৎধহ এবং ঞড়নরধং ফব গধৎপড়ং. বাংলাদেশের পক্ষে অন্যদের মধ্যে ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, অতিরিক্ত সচিব আ. রউফ, আশ্রাফ উদ্দিন আহমেদ, আরিফুর রহমান অপু প্রমুখ। বৈঠক শেষে অতিথিদের নিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক নৈশভোজে অংশগ্রহণ করেন। নৈশভোজে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি