আড়ং দুধে সিসা নেই দাবি ব্র্যাক ডেইরির

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ০০:০০ | আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০০:১২

অনলাইন ডেস্ক
আড়ং দুধে সিসা পাওয়ার যে অভিযোগ উঠেছে তা মানতে রাজি নয় ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান আড়ং ডেইরি। এ বিষয়ে মঙ্গলবার ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজেসের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বিশ্লেষণ প্রতিবেদনে আড়ং দুধে সিসা জাতীয় কোনো পদার্থের উপস্থিতি নেই বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ২৬ মে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) কাছে ৫০০ মি. লি. পরিমাণের একটি পাস্তুরিত দুধের নমুনা জমা দেয় আড়ং ডেইরি। এরপর ১ জুলাই এ বিষয়ে আড়ং ডেইরিকে বিশ্লেষণ প্রতিবেদন দেয় বিসিএসআইআর। সেই প্রতিবেদনে আড়ং দুধের নমুনায় সিসার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি বলা হয়েছে। জনস্বার্থে বিসিএসআইআরের দেয়া প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠিয়েছেন তিনি।