এইচএসসি পরীক্ষায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সাফল্য

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা এইচএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রীদের মাঝে এ ফলাফল ঘোষণা করেন। এ বছর সর্বমোট ২,২১১ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কলেজের সার্বিক পাসের হার ১০০% এবং সর্বমোট ১,২৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে সর্বমোট ১,৪৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১,১০৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ হতে ৫৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১০৫ জন এবং মানবিক বিভাগ হতে ১৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কলেজগুলোর মধ্যে ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে এবং 'জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮'-এ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঢাকা মহানগরীর সেরা কলেজ হওয়ার গৌরব অর্জন করেছে। আইএসপিআর