এইচএসসিতে কৃতকার্যদের প্রতি ছাত্রবন্ধুর অভিনন্দন

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সব কৃতকার্য ছাত্রছাত্রীর প্রতি অভিনন্দন জানিয়েছেন শিক্ষার মান সংরক্ষণ ও নকল প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য ছাত্রবন্ধু মিয়া আবদুলস্নাহ ওয়াজেদ। আর অকৃতকার্যদের আগামীতে সফল হওয়ার জন্য তাদের অদম্য প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এবারের পরীক্ষায় জিপিএ-৫সহ গড় পাসের হার বৃদ্ধি পাওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান। ছাত্রবন্ধু বলেন, শহর ও নগরকেন্দ্রিক কিছু নির্দিষ্ট কলেজগুলোতে ভালো ফলাফল হলেও গ্রামাঞ্চলের কলেজগুলোতে পাসের হার বিস্তর ব্যবধান লক্ষণীয়। ভবিষ্যতে এই ব্যবধান কমিয়ে আনার জন্য গ্রাম এলাকার কলেজসমূহে লেখাপড়ার মানোন্নয়নে ম্যানেজিং কমিটিসহ শিক্ষকদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে। অপরদিকে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য ফল থাকায় মিয়া আবদুলস্নাহ ওয়াজেদ গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান। বিজ্ঞপ্তি