মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেবে ভারত

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
প্রতিবছর ১০০ জন মুক্তিযোদ্ধাকে চিকিৎসাসেবা দেয়ার প্রকল্প চালু করেছে ভারত সরকার। এ প্রকল্পের আওতায় ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেয়া হবে। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ প্রকল্পের আওতায় প্রতিবছর ১০০ জন মুক্তিযোদ্ধাকে ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে। এ স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে বাংলাদেশের সব জেলা থেকে অসুস্থ মুক্তিযোদ্ধাদের বাছাই করবে। প্রকল্পের আওতায় এ বছরও ১০০ জন মুক্তিযোদ্ধাকে নির্বাচিত করে ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দেয়া হবে। এ বিষয়ক একটি বিজ্ঞাপন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (িি.িসড়ষধি.মড়া.নফ) দেয়া হয়েছে। আবেদনকারীদের বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।