সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ডাইনোসরের পেটে টিকটিকির সন্ধান যাযাদি ডেস্ক মাইর্ক্রোযাপটর হিসেবে পরিচিত প্রায় ১২৫ হাজার থেকে ১২২ হাজার বছর আগে বসবাসকারী ডাইনোসরের পেট থেকে পাওয়া গেল একটি সম্পূর্ণ নতুন প্রজাতির টিকটিকি। কারেন্ট বায়োলজিতে প্রকাশ পাওয়া একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, সম্প্রতি গবেষকরা মাইর্ক্রোযাপটর নামে উড়ন্ত ডাইনোসরের পেটে খুঁজে পেলেন নতুন প্রজাতির টিকটিকি। এই মাইর্ক্রোযাপটরের গায়ে এবং ডানায় অনেক বড় বড় পালক ছিল। সাউথ ওয়েস্ট নিউজ সার্ভিসের একটি রিপোর্ট থেকে জানা গেছে, ডাইনোসরের পেটে সম্পূর্ণ অবস্থায় পাওয়া গেছে এই টিকটিকি। ইন্দ্রের নামে যার নামকরণ করা হয়েছে ইন্দ্রাসোরাস ওয়াঙ্গি। মাইর্ক্রোযাপটর ডাইনোসর টিকটিকিটিকে আস্ত অবস্থাতেই গিলে নিয়েছিল এবং প্রথমে টিকটিকির মাথার দিকটি দিয়ে খাওয়া শুরু করেছিল। এইটা থেকে সেই সময়ের এই উড়ন্ত ডাইনোসরের খাওয়ার ধরন সম্পর্কে কিছুটা হলেও আন্দাজ করা যায়। আরও এক হজযাত্রীর মৃতু্য যাযাদি ডেস্ক পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় মোহাম্মদ আবদুল খালেক (৬৪) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃতু্য হয়েছে। বরিশাল জেলার মুলাদি থানার চরকালেখা গ্রামের বাসিন্দা আবদুল খালেকের পাসপোর্ট নম্বর বিজে-০৫৫৮৫০৩। বেসরকারি লাবিব হজ ওভারসিজ নামক এজেন্সির মাধ্যমে গত ১৮ জুলাই তিনি সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (এসবি ৮০৯) যোগে সৌদি আরব যান। আবদুল খালেকসহ চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মোট ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃতু্য হলো। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তন্মধ্যে ১০ জন মক্কায়, ২ জন মদিনায় এবং ১ জন জেদ্দায় মারা যান। ট্রাকের চাপায় হেলপার নিহত গাজীপুর প্রতিনিধি গাজীপুর মহানগরের ভোগড়া-বাইপাস সড়কের পেয়ারা বাগান এলাকায় শনিবার দুপুরে চাকা পাল্টাতে গিয়ে নিজ ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। নিহত আরিফ আলীর (৪০) গ্রামের বাড়ি রাজশাহীর পবা থানার গোবিন্দপুর এলাকায়। পুলিশ জানায়, শনিবার দুপুর সোয়া ২টার দিকে পেয়ারা বাগান এলাকায় চট্টগ্রামগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়। পরে ট্রাকের সহকারী আরিফ ট্রাকে জগ লাগিয়ে চাকা পরিবর্তন করতে যান। এক পর্যায়ে ট্রাকটি উল্টে গিয়ে পাশের নালায় পড়ে যায়। এ সময় ট্রাকচালকের সহকারী আরিফ ওই ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুধরা সন্দেহে দুজন আটক অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জে শিশুধরা সন্দেহে দুই নারী-পুরুষকে পুলিশ আটক করেছে। পদ্মা সেতু নির্মাণে শিশুর কাটা মাথা দেয়ার গুজব এবং নেত্রকোনার চাঞ্চল্যকর ঘটনায় নানা এলাকায় গুজব ছড়িয়ে পড়ছে। এর রেশ ধরে কিশোরগঞ্জের গুজব ছড়িয়ে পড়ছে। শুক্রবার কিশোরগঞ্জে মানসিক ভারসাম্যহীন দুই নারী-পুরুষকে লোকজন আটক করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের ঝিকরজোড়া এলাকা থেকে থানায় খবর দেয়া হয় যে, সেখানে এক ব্যক্তির ব্যাগে মানুষের হাড় এবং মদের বোতল পাওয়া গেছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসেন। তিনি জানান, কিছু লোক তাকে রক্ষা করে গণপিটুনির হাত থেকে রক্ষা করেছে। লোকটি নিজেকে কুষ্টিয়ার খোকসা উপজেলার গুপক গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ শেখ (৬০) বলে জানিয়েছেন। তার কাছে গরুর পায়ের হাড় পাওয়া গেছে। ওসি জানিয়েছেন, আটক দুজনকে থানায় রেখে তাদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।