যুক্তরাজ্য সফর শেষে বিমানবাহিনী প্রধানের প্রত্যাবর্তন

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত যুক্তরাজ্য সফর শেষে শনিবার দেশে প্রত্যাবর্তন করেছেন। সফরকালে তিনি যুক্তরাজ্যে অনুষ্ঠিত ২ দিনব্যাপী 'ঞযব ঈযরবভ ড়ভ :যব অরৎ ঝঃধভভ্থং অরৎ ধহফ ঝঢ়ধপব চড়বিৎ ঈড়হভবৎবহপব'-এ অংশগ্রহণ করেন। এ বছর কনফারেন্সের বিষয়বস্তু ছিল ্তুগঁষঃর-উড়সধরহ ঙঢ়বৎধঃরড়হং ভড়ৎ :যব ঘবীঃ এবহবৎধঃরড়হ অরৎ ঋড়ৎপব্থ। সম্মেলনটিতে আকাশ, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রগুলোতে উদ্ভাবনী প্রযুক্তি এবং পরিকল্পিত অপারেশনের জন্য সম্ভাব্য জটিল চ্যালেঞ্জগুলো মোকাবেলার বিষয় নিয়ে আলোচনা করা হয়। কনফারেন্সে যুক্তরাজ্যের সিনিয়র মিনিস্টার, বিভিন্ন দেশের বিমানবাহিনীপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সফরকালে বাংলাদেশ বিমানবাহিনীপ্রধান যুক্তরাজ্যের মার্শাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রম্নপের প্রেসিডেন্ট স্যার মাইকেল মার্শাল এবং সিইও অ্যালিস্টার ম্যাকফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সম্প্রতি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য ক্রয়কৃত ঈ-১৩০ঔ পরিবহন বিমান পরিদর্শন করেন। পরে তিনি যুক্তরাজ্যের মার্শাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রম্নপের কাস্টমার সার্ভিস সেন্টার উদ্বোধন করেন। আইএসপিআর