ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ল' ফেস্ট

প্রকাশ | ২২ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) আইন ও মানবাধিকার বিভাগ শনিবার বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী ল' ফেস্টের আয়োজন করে। দিনব্যাপী এই আয়োজনের মধ্যে উলেস্নখযোগ্য বিষয় ছিল সেমিনার, ক্যারিয়ার ফেয়ার, বিতর্ক প্রতিযোগিতা এবং আইন বিভাগের শিক্ষার্থীদের অভ্যর্থনা। সমাপনী পর্বে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ইউএপির আইন বিভাগের ৮৫ জন জজকোর্টে এবং ১০ জন সুপ্রিম কোর্টে অন্তর্ভুক্তির শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। ইউএপির উপাচার্য জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজার চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমআর কবির এবং আইন বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান। বিজ্ঞপ্তি